২৫৮৬

পাপাসক্ত লোককে অনুতাপ করিবার ও আত্মসংশোধনের অনেক সুযোগ দেওয়া হইয়া থাকে। কিন্তু যখন সে ইচ্ছা পূর্বক বারংবার সত্যকে প্রত্যাখ্যান করে, যখন তাহার পাপকর্ম ও অমিতাচার সকল সীমা ছাড়াইয়া যায় এবং তাহার হিসাব দিবার দিন সমুপস্থিত হইয়া পড়ে, তখন তাহার অনুতাপ ও আক্ষেপ আর কোন কাজে আসে না।