এই আয়াতে মো’মেনগণকে বলা হইতেছে যে, তাহাদিগকে পরীক্ষা ও ত্যাগ-তিতিক্ষার ভিতর দিয়া অগ্রসর হইতে হইবে। এমনকি আল্লাহ্র খাতিরে তাহাদিগকে নিজেদের বাড়ী-ঘরও ছাড়িতে হইবে। যখন তাহারা এই সব পরীক্ষা ও দুঃখ-যাতনা ধৈর্য সহকারে অতিক্রম করিবে, তখন তাহারা দেখিতে পাইবে, আল্লাহ্র দুনিয়া তাহাদের জন্য সুপ্রশস্ত। আল্লাহ্র কাছ হইতে তখন তাহারা অগনিত ও অপরিমেয় পুরস্কার প্রাপ্ত হইবে।