‘তোমরা আনুগত্য করিয়া তাহার সম্মুখে প্রনত হইও’—যখন পৃথিবীতে আল্লাহ্ নবী প্রেরণ করেন, তখন তিনি ফিরিশ্তাগণকে এই আদেশ দান করেন যে, তাঁহারা যেন নবীর আপন কর্তব্য সম্পাদনের স্বপক্ষে তাহার সাহায্য সহযোগিতায় লাগিয়া যায় এবং নবীর শত্রুগণের সর্বপ্রকার ষড়যন্ত্র ও কুপরিকল্পনাকে বানচাল করিয়া দেয়।