২৫৩৪

২১ঃ৮৩ এবং ৩৪ঃ১৩,১৪ আয়াতগুলিতে বর্ণিত হইয়াছে যে, সোলায়মান বাদশাহ্ অসভ্য ও দুর্ধর্ষ পার্বত্য জাতিগুলিকে পরাভূত করিয়া তাহাদিগকে সম্পূর্ণভাবে স্বীয় বশে আনিয়াছিলেন নিজের অধিপত্যে আনিয়া, তাহাদিগকে তিনি বহুবিধ কাজে লাগাইয়াছিলেন। পূর্ববর্তী আয়াতের ‘শায়াতিন’ এবং ৩৪ঃ১৩ আয়াতের ‘জিন্ন্‌’ দ্বারা একই জাতিকে বুঝাইতেছে এবং তাহাদের দ্বারা যে কাজ নেওয়া হইয়াছে, সেই কাজও একই ধরণের(২ রাজাবলী ২ঃ১,২)।