আল্লাহ্তা’লা সোলায়মানকে (আঃ) বহু ধন-দৌলত ও শান-শওকত দান করিয়াছিলেন। এক বিরাট এলাকা ব্যাপী ছিল তাঁহার রাজত্ব। এই কারণে, বিরাট ও শক্তিশালী এক সেনবাহিনী ছিল তাঁহার। সাধারণতঃই উচ্চবর্ণের ঘোড়ার প্রতি তাঁহার আকর্ষণ ছিল, কেননা তাঁহার সেনাবাহিনীতে অশ্বারোহী সেনারাও বড় অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করিত।ঘোড়ার প্রতি সোলায়মানের (আঃ) ভালবাসা এইজন্য ছিল না যে, তিনি ঘোড়-দৌড়ের বাজী খেলিতেন বা তামাসা দেখিতেন। তিনি ব্যবসা-ভিত্তিক ঘোড়া উৎপাদক ছিলেন না। ঘোড়ার প্রতি তাঁহার আকর্ষণ ও ভালবাসার আসল উৎস হইল তাঁহার আল্লাহ-প্রেম, কেননা ঐ অশ্বগুলিকে আল্লাহ্র নামে জিহাদের কাজে তিনি ব্যবহার করিতেন।