২৫২৩

দাউদ ও সোলায়মান (আঃ)-এর সময়ে ইসরাঈল জাতির প্রতাপ ও ক্ষমতা চুড়ান্ত সীমায় উন্নীত হইয়াছিল। ইতিহাস হইতে তাহাই মনে হয়। কিন্তু ইহা সত্ত্বেও দুষ্কৃতকারীরা বিবাদ-বিসংবাদ সৃষ্টি করিতে, প্রজারদের মধ্যে সম্রাটের বিরুদ্ধে অসন্তোষ ও বিদ্বেষ ছড়াইতে ক্রুটি করিত না। এমনকি কতিপয় দুষ্ট লোক দাউদ (আঃ)-কে হত্যা করারও চেষ্টা করিয়াছিল। এই আয়াতে এরূপ একটি হত্যা-প্রচেষ্টারই উল্লেখ করা হইয়াছে। তাঁহার দুইজন শত্রু অতর্কিতে হামলা করার উদ্দেশ্যে দেওয়াল টপকাইয়া তাঁহার খাস কামরায় ঢুকিয়া পড়ে কিন্তু তাঁহাকে সতর্ক অবস্থায় দেখিয়া এবং নিজেদের ফন্দী ফাঁস হইয়া যাইবে মনে করিয়া, তাহারা দাউদ (আঃ)-কে আশ্বস্ত করিবার মানসে, নিজেদেরকে বিচার-প্রার্থী বাদী-বিবাদী দুই ভাই বলিয়া মিথ্যা পরিচয় দেয় এবং বিচার প্রার্থনা করে। দাউদ (আঃ) তাহাদের অসদুদ্দেশ্য ঠিকই বুঝিলেন এবং কিছুটা ভীত-সন্ত্রস্ত হইলেন।