২৫০৭

আরববাসীরা ফিরিশ্‌তাগণকে আল্লাহ্‌র শক্তির অধিকারী মনে করিত এবং তাহাদিগকে আল্লাহ্‌র কন্যা গণ্য করিত। এস্থলে, এই ধরণের যে অংশীবাদিতা বা শির্‌ক, উহারই নিন্দা করা হইয়াছে।