২৫০৬

বাইবেলের বর্ণনানুযায়ী, ইউনুস (আঃ)-কে নিনেভাতে প্রচার করিবার জন্য আল্লাহ্ মনোনীত করিলেন। তিনি সেখানকার ধর্মহীনতার বিরুদ্ধে ”উচ্চ আওয়াজ” তুলিতে আদিষ্ট হইলেন। কিন্তু তিনি তাহা না করিয়া “সদাপ্রভুর সম্মুখ হইতে তশীশে পালাইয়া যাইবার নিমিত্তে উঠিলেন” (যোনা-১ঃ৩)। বাইবেলের এই বর্ণনাকে কুরআন অসত্য বিবেচনা করে, কেননা একজন আল্লাহ্‌র নবীর প্রতি এরূপ কথা আরোপ করা মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয়।প্রকৃত ঘটনা এই যে, তাহার জাতি আল্লাহ্‌র বাণীকে অগ্রাহ্য করার কারণে, তিনি উত্যক্ত ও বিরক্ত হইয়া তাহাদিগকে পরিত্যাগ করিয়া চলিয়া যান।