২৪৯০

নূহ (আঃ) মানবসভ্যতার ভিত্তিস্থাপন করিয়াছিলেন। ইহা একটি ঐতিহাসিক সত্য যে, কোন জাতি যখন সভ্যতার দিকে অগ্রসর হইতে থাকে, তাহাদের সংখ্যাও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইতে থাকে এবং আশপাশের অনগ্রসর সম্প্রদায়গুলির লোকসংখ্যা আনুপাতিকভাবে কমিতে থাকে। নূহ (আঃ)-এর বংশধরগণ অধিকতর সভ্য হওয়ার কারণে এবং জাগতিক সম্পদের দিক দিয়া তুলনামূলকভাবে অধিক সম্পদশালী হওয়ার কারণে তাহারা অন্যান্য দেশেও ছড়াইয়া পড়ে এবং পার্শ্ববর্তী অনুন্নত জাতিগুলিকে নিজেদের করায়ত্ত করিয়া, নিজেদের মধ্যে আত্মস্থ করিয়া নেয়, ফলে তাহারা নিশ্চিহ্ন হইয়া যায়।