‘যাক্কুম বৃক্ষ’ অবিশ্বাসের বৃক্ষকে নির্দেশ করে। কুরআন সত্যিকার বিশ্বাসকে সেই পবিত্র রক্ষের সাথে তুলনা করিয়াছে, যে বৃক্ষ সব সময় সুমিষ্ট ফল দান করিয়া থাকে (১৪ঃ২৫-২৬) এবং অবিশ্বাস বা কুফরীকে অপবিত্র বৃক্ষ বলিয়া অভিহিত করিয়াছে(১৪ঃ২৭)। যাক্কুমকে বিষবৃক্ষ অর্থে গ্রহণ করিলে ইহাই বুঝায় যে, অবিশ্বাসের অভিশপ্ত বৃক্ষের ফল খাইলে মানুষের আধ্যাত্মিক জীবনের অপমৃত্যু বা অবসান ঘটবে।