২৪৬০

কবি হওয়া নবীর জন্য মর্যাদাকর নয়। বরং নবীর মর্যাদার সাথে কবির সঙ্গতি কম। কারণ কবিরা সাধারণতঃ অলস-স্বপ্ন ও কল্পনায় বিভোর থাকেন, আর আকাশে প্রাসাদ রচনা করেন আল্লাহ্‌র নবীদের সামনে থাকে উচ্চ ও সুমহান আদর্শ এবং সেইগুলি বাস্তবায়নের বিরাট কর্মসূচী। তবে এই আয়াতটিতে এই কথা বলা হয় নাই যে, সব কবিতাই মন্দ অথবা সব কবিরাই বাস্তবতাবিবর্জিত স্বাপ্নিক। বরং এখানে এই কথাই বুঝানো হইয়াছে, নবীর পদমর্যাদা এত উচ্চ ও মাহাত্ম্যপূর্ণ যে, কবির মর্যাদা উহার ধারে কাছেও পৌঁছে না।