উপর্যুপরি কয়েকটি আয়াতে এই একটি প্রচণ্ড আর্তনাদ ও বিস্ফোরণ বারবার ব্যবহৃত হওয়াতে ইহাই প্রতীয়মান হয় যে, এই সূরাটি এমন একটি সময়ের উল্লেখ করিতেছে যখন আল্লাহ্র শাস্তি প্রচণ্ড আর্তনাদ ও বিস্ফোরণের আকারে নামিয়া আসিবে। ইহা সম্ভবতঃ ইঙ্গিত করিতেছে, আণবিক ও নিউট্রন বোমার বিস্ফোরণে শহর ও জনপদগুলি কয়েক মিনিটের মধ্যেই নিশ্চিহ্ন হইয়া যাইবে।