২৪৪৫

ইহা আজ এক অবিসংবাদিত বৈজ্ঞানিক সত্য যে,প্রত্যেক বস্তুতে জোড়া বা ‘যুগল’ রহিয়াছে, শাকসবজির জগতে যেমন রহিয়াছে, তেমনি অজৈব পদার্থেও রহিয়াছে। এমন কি যেগুলিকে মৌলিক (অযুগ্ম) পদার্থ বলিয়া আমরা জানি ও মানি, ঐ একাকী পদার্থও আসলে একাকী অস্তিত্বশীল নয়, বরং উহার অস্তিত্ব রক্ষার জন্য সে অন্য অস্তিত্বের উপর নির্ভরশীল।এই বৈজ্ঞানিক তত্ত্বটি মানুষের বুদ্ধিমত্তার ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। ঐশী আলোর প্রতিফলন ব্যতিরেকে, আমরা সত্যিকার জ্ঞানলাভ করিতে পারিনা। মানুষের বুদ্ধির সাথে যখন ঐশী বাণীর মিলন ঘটে, তখনই সত্যিকারের অভ্রান্ত জ্ঞানের অধিকারী হওয়া যায়।-