করুণাময় আল্লাহ্ শাস্তি প্রদানে ধীর। তিনি দুষ্ট বিদ্রোহীকে সময় ও সুযোগ দান করেন যাহাতে তাহারা নিজদিগকে সংশোধন করিতে পারে। আল্লাহ্ যদি পাপীদিগকে সাথে সাথে ধরিয়া ফেলিতেন এবং তৎক্ষণাৎ উপযুক্ত শাস্তি প্রদান করিতেন, তাহা হইলে তাহারা অতি অল্প সময়েই ধ্বংস হইয়া যাইত, বিশ্বের বিলুপ্তি ঘটত এবং পৃথিবীর সকল সৃষ্টজীবের জীবনাবসান হইয়া যাইত। কেননা মানুষের ধ্বংসের পরে জীব-জন্তু, পশু-পাখী ইত্যাদির বাঁচিয়া থাকার মধ্যে সার্থকতা বলিয়া কিছুই থাকত না। আয়াতটির অন্য অর্থ হইতে পারে, আল্লাহ্ পৃথিবীর এই হীনমন্য ও ঘৃণ্য পোকাগুলিকে তথা অবিশ্বাসীদিগকে ধ্বংস করিতে কোন ইতস্ততঃ করিবেন না।