২৪২৪

আল্লাহ্‌তা’লার অটল সিদ্ধান্ত ইহাই যে, অবিশ্বাসীরা হযরত নবী করীম (সাঃ)-এর উদ্দেশ্যকে ব্যর্থ করিবার জন্য যত চেষ্টা-তদ্বীর, যত ষড়যন্ত্রই করুক না কেন উহা ব্যর্থতায় পর্যবসিত হইবে এবং ইসলামই বিজয় লাভ করিবে।