ইসলামের শত্রুদিগকে এখানে স্পষ্ট ভাষায় বলিয়া দেওয়া হইতেছে যে, পূর্ববর্তী নবীদের শত্রুরা তাঁহাদের ব্যর্থতা দেখিবার জন্য প্রাণপণ চেষ্টা এবং ষড়যন্ত্র করিয়াও কুত্রাপি সফল হয় নাই। সেইরূপে মহানবী (সাঃ)-এর ব্যর্থতা দেখার আশা নিয়া যে সকল শত্রু দিনাতিপাত করিতেছে, তাহারাও নিজেদের ব্যর্থতাকেই চরমাকারে দেখিতে পাইবে।