২৩৯৫

কুরআনে একথা বার বার ঘোষণা করা হইয়াছে যে, মহানবী (সাঃ)-কে পৃথিবীর বিলুপ্তি সময় পর্যন্ত সর্বমানবের জন্য ‘রসূল’ (প্রেরিত পুরুষ) রূপে পাঠানো হইয়াছে। ২১ঃ১০৮, ২৫ঃ২ দেখুন। ইসলামের বাণীই শাশ্বত বাণী, যাহা সর্বমানবের জন্য আসিয়াছে এবং কুরআনই হইতেছে আল্লাহ্‌র বাণীসম্বলিত সর্বশেষ ধর্মগ্রন্থ যাহাতে সর্ব কালের সর্ব মানবের জন্য হেদায়াত রহিয়াছে।