২৩৭৫

কুরআনের পাঁচটি সূরা যথা ১ম, ৬ষ্ঠ, ১৮শ, ৩৫তম ও বর্তমান আলোচ্য সূরা, ‘সকল প্রশংসা আল্লাহ্‌র’ বাক্য দ্বারা সূচিত হইয়াছে। এই সূরাগুলির প্রত্যেকটিই প্রত্যক্ষ ভাবে কিংবা আকার-ইঙ্গিতে, আল্লাহ্‌র প্রভুত্ব, সর্বশক্তিমানতা ও মাহাত্ম্য নিয়া আলোচনা করিয়াছে।