২৩৫৭

যায়েদ ইবনে হারিস ছিলেন রসুলে পাক (সাঃ)-এর কৃতদাস যাহাকে তিনি মুক্তি দিয়া পোষ্য-পুত্ররূপে লালন-পালন করিয়াছিলেন। ইসলামে পোষ্য-পুত্র গ্রহণ নিষিদ্ধ হইবার অনেক পূর্বে তিনি তাহাকে পুত্ররূপে গ্রহণ করিয়াছিলেন।