মহানবী (সাঃ)-এর বহুদিনের পোষিত ইচ্ছা ইহাই ছিল যে, নিজের পুত্রবৎ পালিত মুক্ত-দাস হযরত যায়েদের সহিত ফুফাত বোন যয়নাবের বিবাহ দেন। কিন্তু যয়নাব ইহাতে ইতস্ততঃ করিতেছিলেন। এই আয়াতটি অবতীর্ণের কারণ ইহাই। তবে যয়নাবের প্রশংসা করিতে হয় যে, মহানবী (সাঃ)-এর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়া নিজের ব্যক্তিগত পসন্দের বিরুদ্ধে তিনি যায়েদকে বিবাহ করিতে সম্মত হইলেন। অবশ্য নবী করীম (সাঃ) যয়নাবকে এ বিষয়ে মোটেই কোন পীড়াপীড়ি করেন নাই। নবী করীম (সাঃ)-এর প্রকাশিত ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই যয়নাব এই বিবাহে নিজ হইতে সম্মত ছিলেন।