মহানবী (সাঃ)-এর সঙ্গিণী হিসাবে তাঁহার মহিয়সী স্ত্রীগণের কর্তব্য ছিল যে, তাঁহারা বিশ্বাসীদের জন্য সদগুণ, পুণ্য, পবিত্রতা ও ধার্মিকতার প্রতীক ও দৃষ্টান্তস্থল হইবেন। তদুপরি, ইসলামের ধর্ম-বিশ্বাস ও নীতিমালা, যাহা তাহারা মহানবী (সাঃ)-এর সাহচর্যে থাকিয়া নিজেরা শিখিয়াছেন, তাহা বিশ্বাসীগণকেও শিখাইবেন।