২৩৫০

এই আয়াতে ব্যবহৃত ‘ফাহিশা’ শব্দটির তাৎপর্য হইল পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্য ভোগ (লেইন)। নবী-পত্নীরা যদি পার্থিব-সম্ভোগে লালায়িত হন, তাহা হইলে, তাঁহারা অন্যান্য স্ত্রীলোকের জন্য অতি খারাপ দৃষ্টান্ত স্থাপন করিবেন৷ অন্যান্য স্ত্রীলোক নবী-পত্নীর আদর্শ অনুসরণ করিতে বাধ্য। অতএব নবী-পত্নীদের দায়িত্ব খুব বেশী। ঐ দায়িত্ব যথাযথ পালন না করিলে নবী-পত্নীরা দ্বিগুণ শাস্তি পাইবার যোগ্য। অপরদিকে যদি তাঁহারা আল্লাহ্ ও তাঁহার রসূল (সাঃ)-এর ভক্ত থাকিয়া, আত্মত্যাগের মহতী দৃষ্টান্ত স্থাপন করেন এবং তদ্বারা অন্যান্য স্ত্রীলোকের সংযত ও সুন্দর জীবন যাপনের প্রেরণাস্থল হইয়া যান, তাহা হইলে তাঁহারা দ্বিগুণ পুরস্কারের অধিকারী হইবেন।