২৩৪৯

যেহেতু মহানবী (সাঃ)-এর বিবিগণ নৈতিক ও সামাজিক সদ্ব্যবহারের আদর্শ নমুনা ছিলেন, সেহেতু ইহাই তাঁহাদের পক্ষে শোভনীয় ছিল যে, তাঁহারা আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করুন। এমন নহে যে, অর্থ বা জীবন-ভোগ তাহাদের জন্য একেবারে নিষিদ্ধ ছিল। তবু সংযম ও ত্যাগ-তিতিক্ষার উচ্চতম আদর্শ ও দৃষ্টান্ত স্থাপনই ছিল তাঁহাদের কাজ। পার্থিব জীবনের সুযোগ-সুবিধা ভোগ, সম্পদশালী সুখী জীবনের প্রত্যাশাকে বিসর্জন দিয়া, উচ্চতর নৈতিক ও আধ্যাত্মিক জীবন-যাপনকে বাছিয়া নেওয়াতেই উচ্চ পর্যায়ের ত্যাগ প্রকাশ পায়। নবী-সঙ্গিনীদের এইরূপ ত্যাগের মহিমায় দীপ্ত হওয়া উচিত। এই আয়াতে ও পরবর্তী কয়েকটি আয়াতে নবী-সঙ্গিণীদের বলা হইয়াছে যে, তাহারা হয় নবী করীম (সাঃ)-এর চির-সঙ্গিণী থাকিয়া সংযম ও ত্যাগের পথ বরণ করুন, নতুবা (নবীকে ছাড়িয়া) ভোগ-বিলাসের জীবনকে বাছিয়া নিন।