২৩৩৯

এই আয়াত বলিয়া দিতেছে যে, শত্রুরা যদি কোনও দিক দিয়া ফাঁক পাইয়া মদীনায় প্রবেশ লাভ করিতে পারিত এবং মোনাফেকদিগকে মুসলমানদের বিরুদ্ধে উস্কানী দিয়া তাহাদের (শক্রুদের) পক্ষে অস্ত্র ধারণের আহবান জানাইত, তাহা হইলে মদীনার ঐ মোনাফেকরা স্বেচ্ছায় তাহাই করিত।