রসূলে পাক (সাঃ)-কে আয়াতে ‘আন্ নবী’ বলিয়া সম্বোধন করা হইয়াছে। কুরআনের অন্যান্য স্থানেও তাঁহাকে ‘আন্ নবী’ (সেই নির্দিষ্ট নবী) বলিয়া অভিহিত করা হইয়াছে। অন্য কোন নবীকে কুরআনে কিংবা অবতীর্ণ অন্য কোন গ্রন্থে এরূপভাবে ‘আন্ নবী’ বলিয়া উল্লেখ করা হয় নাই। অন্যান্য নবীগণকে তাহাদের পিতৃদত্ত নামেই ডাকা হইয়াছে। এই সম্বোধন-বৈশিষ্ট্য ইহাই প্রমাণ করে যে, মহানবী (সাঃ) সত্যিই ‘আন্ নবী’ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবী। ‘আন্ নবী’ বলার অন্য অর্থ ইহাও হইতে পারে যে, মহানবী (সাঃ)-ই সেই নবী যাহার আগমনের ভবিষ্যদ্বাণী বাইবেলে মওজুদ রহিয়াছে। (যোহন-১ঃ২৪,২৫)।