২৩২৩

এই আয়াতটি ইসলামের উত্থান-পতনের ইতিহাসের একটি মহা সংকটময় ক্রান্তি-লগ্নের প্রতি অঙ্গুলি নির্দেশ করিতেছে। ইসলামের প্রথম তিনশত বৎসর নিরবচ্ছিন্ন উন্নতি ও প্রগতির মধ্যে অতিবাহিত হইয়াছিল। হযরত নবী করীম (সাঃ)-এর একটি হাদীসে ইহা সুস্পষ্টভাবে বলা হইয়াছে, ‘আমি যে শতাব্দীতে আছি তাহাই সর্বোত্তম শতাব্দী, তৎপর সন্নিহিত শতাব্দী, তৎপর তৎসন্নিহিত শতাব্দী’ (তিরমিযী, বুখারী কিতাবুশ্ শাহাদাত)। তিনশত বৎসরের অপ্রতিহত অগ্রগতি ও বিজয়ের পর ইসলাম অধোমুখী হইতে লাগিল। অতঃপর এক হাজার বৎসর ধরিয়া ইসলামের অধঃপতন ও অধোমুখিতা চলিতে লাগিল। এই অধঃপতনের হাজার বৎসরের কথাই আলোচ্য আয়াতটিতে এইভাবে বলা হইয়াছেঃ “অতঃপর ইহা (ইসলাম) তাঁহার দিকে উঠিয়া যাইবে একদিনে যাহার পরিমাণ তোমাদের গণনানুসারে এক হাজার বৎসর।” মহানবী (সাঃ) অন্য এক হাদীসে বলিয়াছেন, “ঈমান সপ্তর্ষিমণ্ডলে উঠিয়া যাইবে এবং পারস্য বংশীয় এক বা একাধিক ব্যক্তি ইহাকে সেখান হইতে পৃথিবীতে নামাইয়া আনিবেন” (বুখারী, কিতাবুত্ তফসীর)। হিজরী চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে, প্রতিশ্রুত মসীহ ও ইমাম মাহ্দী (আঃ)-এর আগমনে এই অধঃপতনের গতি রুদ্ধ হইয়াছে এবং ইসলামের নব জাগরণ পুনরায় আরম্ভ হইয়াছে।