এই আয়াতের শব্দগুলি ইহাই নিদের্শ করে যে, একই ঐশী-নীতি প্রাকৃতিক বিষয়াবলীতে যেভাবে কার্যকরী হয়, ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক বিষয়াবলীতেও একইভাবে কার্যকরী হইয়া থাকে। উদাহরণ স্বরূপ, রষ্টি আসিবার পূর্বে মেঘের সৃষ্টি হয় ও বাতাস বহিয়া থাকে। তেমনি, ঐশী সংস্কারকগণের আগমনের পূর্বাভাষ সুরূপ তাঁহার শিক্ষার প্রচারোপযোগী অনুকুল অবস্থার সৃষ্টি আগেই হইয়া থাকে এবং নেক ও পবিত্র ধর্মপরায়ণ লোকেরা আসিয়া আগে ভাগেই তাঁহার ক্ষেত্র প্রস্তুত করিয়া, তাহার পথ সুগম ও সহজ করিয়া যান।