ইহা মানুষের ধারণারও বাহিরে যে, কোন সুদুর অতীতে এই জগতের সৃষ্টি হইয়াছিল। সেই অজানা-অজ্ঞেয় অতীত কাল হইতে এই সূর্য উহার গ্রহগুলিকে সাথে নিয়া নিজ গতি পথে একইভাবে অবিরাম চলিতেছে। কোথাও যতি নাই, নিয়ম ভঙ্গ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। কী অনুপম! এইরূপ লাখ লাখ সৌরজগত মহাশূন্যে ভাসতেছে। কোথাও দ্বন্দ্ব নাই, সংঘর্ষ নাই। নিয়ম-শৃঙ্খলার কী অপূর্ব সমাবেশ! পরিপূর্ণতা ও সম্পূর্ণতার কি অচিন্তনীয় রূপায়ন! তাহারা সকলেই তাঁহার অনুগত বাক্যটির অর্থ ইহাই।