২২৭৩

অবিশ্বাসীদের জ্ঞান, ঘটনাগুলির বাহ্যিক ও জাগতিক কারণসমূহের মধ্যে সীমিত। কিন্তু পারস্যবাহিনীর পরাজয় এবং কুরায়শ বাহিনীর পরাজয় বাহ্যিক কারণের মধ্যে সীমাবদ্ধ নহে। এই পরাজয়গুলির পিছনে নিগৃঢ় ও গভীরতর কারণাদি রহিয়াছে, যাহা জাগতিক বা প্রাকৃতিক নহে বরং আধ্যাত্মিক।