২২৬৩

এখানে মো’মেনদিগকে স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে যে, আল্লাহ্‌র পথে যাহারা হিজরত করে এবং ইহার পরেও তাহারা তাহাদের বিশ্বাসে অটল থাকে এবং সৎকর্ম করে ইহার জন্য তাহাদিগকে উহা অপেক্ষা অনেক বেশী পুরস্কার দেওয়া হয় যাহা তাহারা আল্লাহ্‌র পথে হারায়।