২২৫৪

সূরাটি ইহার মুখ্য আলোচনায় আল্লাহ্‌তা’লার একত্বের বিষয়টিকে এই আয়াত দ্বারা অতি সুন্দর এক রূপকের মাধ্যমে সমাপ্তি টনিয়াছে যাহা বহু-ঈশ্বরবাদীদের প্রতিমা-উপাসনার বিশ্বাস ও প্রথার মূর্খতা, ব্যর্থতা এবং ভ্রান্তিকে উত্তমরূপে তুলিয়া ধরিয়াছে। এইগুলি মাকড়সার জালের মত নিতান্ত দুর্বল এবং বুদ্ধিমত্তাপুর্ণ সমালোচনার সামনে টিকিতে পারে না।