২২৪৫

‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর’ এই কথা কুরআনের বিভিন্ন স্থানে (৬ঃ১২, ১২ঃ১১০, ৩০ঃ১০, ৩৫ঃ৪৫, ৪০ঃ৮৩) উল্লিখিত হইয়াছে এবং প্রায় প্রত্যেক স্থানেই এই কথাটির পরে এমন একটি বাক্য ব্যবহৃত হইয়াছে যাহা এক মানব গোষ্ঠীর ধ্বংস এবং তাহাদের স্থলে অন্য এক মানব জাতি সৃষ্টির প্রতি অঙ্গুলী নির্দেশ করে। ইহা দ্বারা মৃত্যুর পরে শেষ বিচারের দিনে মৃত ব্যক্তিদের আত্মাসমূহের কবর হইতে পুনরুত্থান বুঝায় না, বরং ইহা দ্বারা কেবল মাত্র জাতিসমূহের উত্থান-পতনের ইন্দ্রিয়গোচর ব্যাপার বুঝায়।