মোনাফেক ছাড়াও একপ্রকার লোক আছে যাহারা অবিশ্বাসী আগ্রাসনকারী সর্দার, তাহারা সমাজে উচ্চ মর্যাদার সুযোগ নিয়া অন্যান্য লোকগণকে (যাহার জীবনে তত উচ্চে প্রতিষ্ঠিত নহে) এই বলিয়া বিভ্রান্ত করিতে প্রয়াস চালায় যে, এই সর্দারগণের নেতৃত্বে নূতন সত্য-ধর্ম প্রত্যাখ্যান করার জন্য তাহাদের সমস্ত ক্ষতিপূরণ তাহারা (সর্দারগণ) বহন করিবে।