প্রাথমিক যুগের মুসলমানগণ ভয়ানক কঠিন পরীক্ষার মধ্যে অটল বিশ্বাস প্রদর্শন করিয়াছিলেন এবং প্রত্যেক যুগে প্রকৃত বিশ্বাসীগণ সত্য ঈমানের প্রমাণ দিয়াছেন। ইহার তুলনায় বৈসাদৃশ্যপূর্ণ দুর্বল ঈমানের লোকও পাওয়া যাইবে যাহারা সাধারণতঃ সুবিধা হইতে বঞ্চিত হইলেই ভয় পাইয়া পিছাইয়া যায় এবং ক্ষতিগ্রস্ত হওয়া অপেক্ষা বরং ঈমানের দাবী পরিত্যাগ করিতেও প্রস্তুত হইয়া যায়। অপর পক্ষে তাহারা যখন দেখে যে, বিশ্বাসীদিগের জন্য ঐশী সাহায্য নামিয়া আসিতেছে এবং সত্যের ভিত্তি দৃঢ় হইতেছে, তখন মো’মেনদিগের সহিত অন্তরঙ্গতার দাবী করার জন্য সর্বদা সতর্ক দৃষ্টি রাখে।