কারূন (কোরা) অবিশ্বাস্য রকমের ধনী ছিল। সে ফেরাউনের অতি উচ্চ পর্যায়ের আশীর্বাদ পুষ্ট ছিল, খুব সম্ভবতঃ তাহার কোষাধ্যক্ষ ছিল। মনে হয় সে ফেরাউনের স্বর্ণ-খনির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল এবং খনি খুঁড়িয়া স্বর্ণ বাহির করার একজন বিশেষজ্ঞ ছিল। মিশরের দক্ষিণাঞ্চলে ‘কারু’ এলাকা স্বর্ণের খনির জন্য বিখ্যাত ছিল। সংযুক্ত ‘আন’ অথবা ‘অন’ (অর্থাৎ স্তম্ভ’ অথবা ‘কিরণ’) মিলিত ‘কুর-অন’ শব্দের মমার্থ, ‘কারূর থাম বা স্তম্ভ’ এবং ইহা ফেরাউনের খনিজ-সম্পদ দপ্তরের মন্ত্রীর উপাধি ছিল। সে একজন ইসরাঈলী ছিল এবং হযরত মূসা (আঃ)-কে বিশ্বাস করিত বলিয়া বর্ণিত আছে। ফেরাউনের নিকট হইতে সুবিধা পাওয়ার জন্য কারূন স্ব-গোত্রীয় লোকদের উপর নির্যাতন করিত এবং তাহাদের প্রতি উদ্ধত আচরণ করিত! ইহার ফলে ঐশী আযাব তাহার উপর নিপতিত হইয়াছিল এবং সে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল।