যালেম জাতির কবল হইতে তুমি রক্ষা পাইয়াছ এই উক্তি প্রমাণ করে যে, মূসা (আঃ)-এর বক্তব্য শুনিয়া ন্যায়পরায়ণ বৃদ্ধ লোকটির দৃঢ় প্রত্যয় জন্মিয়াছিল যে, হযরত মূসা (আঃ) হত্যাকারী ছিলেন না এবং মিশরবাসী লোকটির মৃত্যু এক আকস্মিক ঘটনা মাত্র। বরং সেই বৃদ্ধ মিশরবাসী লোকদিগকে এক অসৎ জাতিরূপে আখ্যায়িত করিয়াছিলেন এবং প্রকাশ্যে দোষারোপ করিয়াছিলেন।