২১৮৮

এই আয়াতের অন্তর্নিহিত ইশারা হযরত সোলায়মান (আঃ)-এর প্রতি হইতে পারে, যাহাকে ইহুদীগণ সাবার রাণীর অনুভূতিকে প্রভাবিত করিবার লক্ষ্যে শির্‌কের (প্রতিমা পূজার) আশ্রয় লইয়াছিলেন বলিয়া দোষারোপ করিয়াছিল। যেহেতু ইহুদীদিগের মধ্যে সাবার রাণীর প্রতি হযরত সোলায়মান (আঃ)-এর আচরণ সম্বন্ধে মতভেদ বিদ্যমান ছিল, সেইজন্য কুরআন মজীদ এই প্রচ্ছন্ন ঘটনার পর্দা উন্মোচিত করিয়াছে।