২১৭৬

‘আসলে আমাদিগকে ইহার পূর্বেই জ্ঞান দান করা হইয়াছিল’ কথাগুলির মর্মার্থ এই যে, রাণী পূর্বাহ্নেই হযরত সোলায়মান (আঃ)-এর বিশাল শক্তি ও সামর্থ্য সম্বন্ধে অবগত হইয়াছিলেন এবং তাঁহার আনুগত্য স্বীকার করার জন্য মন স্থির করিয়াছিলেন।