২১৬৯

ইহা স্পষ্টতঃ প্রতীয়মান হয় যে, রাণীর উপহার পাঠাইবার ব্যবহারে হযরত সোলায়মান (আঃ) খুবই অসন্তষ্ট হইয়াছিলেন এবং তিনি ইহাতে অপমান বোধ করিয়াছিলেন। তিনি রাণীকে আত্মসমর্পণ করার জন্য চিঠি লিখিয়াছিলেন, আর জওয়াবে তুচ্ছ উপহার প্রদান করা হইয়াছিল। সাবার অধিবাসীরা প্রথমে হয়ত হযরত সোলায়মান (আঃ)-এর রাজ্য আক্রমণ করিতে চাহিয়াছিল অথবা উহার মধ্যে অশান্তি সৃষ্টি করিতে চাহিয়াছিল। কিন্তু রাণী তাহাদিগকে পরামর্শ দিল যে, প্রথমে আক্রমণ করিয়া যুদ্ধ সূচনা করা উচিৎ নহে। তোমরা অপেক্ষা কর, আমি কিছু উপঢৌকন পাঠাইয়া তাহার মুখবন্ধ করিয়া দিব, সেই কারণে রাণী কর্তৃক উপহার প্রেরণ তাঁহাকে ক্ষুন্ন ও বিরক্ত করিয়াছিল। সাধারণ অবস্থায় উপঢৌকন পাঠাইলে হয় তো তিনি খুশী হইতেন, কিন্তু এই উপঢৌকন হইতে তো হযরত সোলায়মান (আঃ)-এর প্রতি লোভ-লালসার দোষারোপ করার গন্ধ আসিতেছিল।