‘নয়টি নিদর্শন’-এর জন্য দেখুন ১৭ঃ১০২। সংক্ষেপে এই নিদর্শনগুলি ছিলঃ (১) লাঠির; (২) শ্বেত হস্তের ৭ঃ১০৮-১০৯; (৩) উকুনের; (৪) ব্যঙের (যাহাতে অস্বাভাবিক মুষল ধারে বৃষ্টির ইংঙ্গিত নিহিত ছিল) (৫) পঙ্গ পালের; (৬) রক্তের অর্থাৎ এক প্রকার প্লেগ রোগ যাহার আক্রমণে নাসিকা হইতে রক্তক্ষরণ হইত; (৭) তুফানের (যাহা ইসরাঈলীগণ নিরাপদে সমুদ্র পার হওয়ার পর পশ্চাদ্ধাবনকারী ফেরাউন ও তাহার সৈন্যদলকে পার হওয়ার সময়ে সমূদ্রের জলরাশি দ্বারা ডুবাইয়া মারিয়াছিল) (৭ঃ১৩৪); (৮) খরার এবং (৯) ফল-ফলাদি ধ্বংসের নিদর্শন (৭ঃ১৩১)।