বর্ণিত আছে যে, এই আয়াত যখন নাযেল হইয়াছিল তখন নবী (সাঃ) ‘সাফা’ পর্বতে গিয়া দাঁড়াইলেন এবং কোরায়শদিগের প্রত্যেক দলকে এবং গোত্রের লোকদিগকে ডাকিলেন এবং ঐশী শাস্তি সম্বন্ধে হুশিয়ার করিয়া বলিলেন যে, যদি তাহারা অসৎ পথ ত্যাগ করিয়া তাঁহার শিক্ষাকে গ্রহণ না করে তাহা হইলে আল্লাহ্তা’লার শাস্তি তাহাদিগকে পাকড়াও করিবে।