এ স্থলে হযরত ইব্রাহীম (আঃ) রোগ-ব্যাধিকে নিজের প্রতি আরোপ করিতেছেন এবং মৃত্যুকে আল্লাহ্তা’লার প্রতি আরোপ করিতেছেন; ইহাতে প্রতীয়মান হয় যে, তাঁহার মতে মৃত্যু কোন আতংকের বিষয় বা এড়াইয়া চলার বিষয় নহে এবং বাস্তবিকই তাহা এরূপ নহে। প্রকৃতপক্ষে মৃত্যু সকল জীবনেরই স্বাভাবিক এবং অপরিহার্য পরিণতি এবং জীবনের মতই মৃত্যুও আল্লাহ্তা’লার এক মহান অনুগ্রহ।