তফসীরাধীন আয়াতের এই অর্থ নহে যে, মিশরীয় জাতির এবং ফেরাউনের পানির ফোয়ারাসমূহ, উদ্যানরাশি এবং ধনভাণ্ডারগুলি ইসরাঈলীদিগকে অর্পণ করা হইয়াছিল। ইসরাঈল জাতি মিশর ত্যাগ করিয়াছিল, প্রতিশ্রুত ভূখণ্ড কেনানের উদ্দেশ্যে, ‘যেখানে দুধ এবং মধু প্রবহমান’ ছিল। সেখানেই তাহাদিগকে সেই সমস্ত বস্তুগুলি প্রদান করা হইয়াছিল। বস্তুতঃপক্ষে প্যালেষ্টাইন উদ্যান ও ঝর্ণাসমূহের প্রাচুর্যে মিশরের সদৃশ।
Visitor Edits
তফসীরাধীন আয়াতের এই অর্থ নহে যে, মিশরীয় জাতির এবং ফেরাউনের পানির ফোয়ারাসমূহ, উদ্যানরাশি এবং ধনভাণ্ডারগুলি ইসরাঈলীদিগকে অর্পণ করা হইয়াছিল। ইসরাঈল জাতি মিশর ত্যাগ করিয়াছিল, প্রতিশ্রুত ভূখণ্ড কেনানের উদ্দেশ্যে, ‘যেখানে দুধ এবং মধু প্রবহমান’ ছিল। সেখানেই তাহাদিগকে সেই সমস্ত বস্তুগুলি প্রদান করা হইয়াছিল। বস্তুতঃপক্ষে প্যালেষ্টাইন উদ্যান ও ঝর্ণাসমূহের প্রাচুর্যে মিশরের সদৃশ।