‘নূতন’ শব্দটি দ্বারা ‘এক নূতন আকারে’ অথবা ‘নূতন বিবরণ সহকারে’ অর্থ প্রকাশ করা হইয়াছে। প্রকৃত ঘটনা এই যে, সকল ধর্মের মৌলিক বিষয় এবং বুনিয়াদী শিক্ষাসমূহ পরস্পর সদৃশ এবং অভিন্ন, কেবল ব্যাখ্যা ক্ষেত্রে ঐগুলি বিসদৃশ। অথবা নুতন বিধান রূপান্তরিত এবং উন্নত আকারে অবতীর্ণ হয় যাহাতে ইহা নাযেল হওয়ার সময় জাতির অবস্থা, ধ্যান-ধারণা, প্রয়োজনীয়তা ও অভাব মিটানোর দিক দিয়া বিশেষ সময়োপযোগী হইতে পারে। কোন কোন নবী শরীয়াত নিয়া আসেন, যদিও অপর কতক তাহাদের পূর্ববতী শরীয়াতের অনুসরণে কাজ করিয়া থাকেন মাত্র।