এই আয়াত দ্বারা সেই গৌরবোজ্জ্বল নৈতিক বিপ্লবের সংক্ষিপ্ত বিবরণ আরম্ভ হইয়াছে, যাহা আধ্যাত্মিক মহাকাশের সেই সূর্য তথা মহানবী মুহাম্মাদ (সাঃ) তাঁহার জাতির মধ্যে সংঘটিত করিয়াছিলেন। অন্ধকারাচ্ছন্ন অবস্থা হইতে তাহারা দয়াময় খোদাতা’লার দাসে পরিণত হইয়াছিল। তফসীরাধীন এবং পরবর্তী আয়াতসমূহে উল্লেখিত দয়াময় আল্লাহ্তা’লার ন্যায়পরায়ণ দাসগণের বিভিন্ন গুণাবলী, নবী করীম (সাঃ)-এর জাতির লোকেরা পূর্বে যে সকল দোষে ভুগিতেছিল, সেই সমস্ত নীতি বিগর্হিত অভ্যাসগুলির সম্পূর্ণ বিপরীত।