এই আয়াত অনুযায়ী প্রকৃত গুরুত্বপূর্ণ জিহাদ হইতেছে কুরআনের বাণী প্রচার করা। অতএব ইসলাম ধর্মের বিস্তার লাভের জন্য সংগ্রাম করা এবং ইহার শিক্ষা প্রচার ও প্রসারের জন্য প্রচেষ্টার নামই জেহাদ, যাহা সর্বদা উৎসাহ-উদ্দীপনার সহিত অব্যাহত রাখার নির্দেশ মুসলমানগণকে দেওয়া হইয়াছে। এই জিহাদের কথাই রসূল করীম (সাঃ) এক যুদ্ধের অভিযান হইতে প্রত্যাবর্তন করিয়া বলিয়াছিলেন, যেমন হাদীসে বর্ণিত আছেঃ “আমরা ক্ষুদ্রতর জিহাদ হইতে বৃহত্তর জিহাদের দিকে ফিরিয়া আসিয়াছি” (রাদ্দুল-মুহ্তার)। ১৯৫৭ এবং ১৯৫৮ টীকাদ্বয়ও দ্রষ্টব্য।