২০৭৭

ইহা কুরআনের এক স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য যে, যেখানে ইহা সকল ঐশী গ্রন্থসমূহের মধ্যে অদ্বিতীয়, যখনই কুরআন আল্লাহ্‌তা’লার অস্তিত্ব, ইসলামের সত্যতা, বা ইহার নিজ ঐশী ভিত্তি, অথবা ধর্মীয় অন্য কোন সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে কোন দাবী উত্থাপন করে, তখনই অন্য কোন প্রতিনিধিত্বের সাহায্য সহায়তার উপর নির্ভর করে না।