২০৬৩

‘ফুরকান’ অর্থ, এমন কিছু যাহা সত্য এবং মিথ্যাকে পৃথক করে, যুক্তি, দলীল অথবা প্রমাণ। কারণ, যুক্তি ও প্রমাণ,সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করিয়া দেখায়। ইহা প্রভাত কালকেও বুঝায়। কারণ উষাকাল রাত্র হইতে দিনকে পৃথক করে। কুরআন মহত্ব পার্থক্যকারী। বহু সংখ্যক সৌন্দর্য ও মহত্ব যেগুলি কুরআনকে অন্যান্য ঐশী-কিতাব হইতে আলাদা করিয়া দেখায় এবং যাহা ঐ সমস্ত কিতাবের উপরে ইহার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করে, তন্মধ্যে দুইটি অত্যন্ত লক্ষ্যণীয় বৈশিষ্ট্যঃ (১) কুরআন এমন কিছু বলে না, বা দাবী করে না যাহার সমর্থনে ইহা যুক্তিপূর্ণ এবং নির্ভরযোগ্য দলীল প্রমাণ উপস্থিত করে না, এবং (২) কুরআন সত্যকে মিথ্যা হইতে এরূপ স্পষ্ট করিয়া দেখায় যেমন আলো দিন হইতে রাত্রের পার্থক্য সৃষ্টি করিয়া দেখায়।