২০৪৩

উপরে বর্ণিত হইয়াছে যে, কুরআন করীম কোন বিষয়ে ভাসা ভাসা দেখিয়াই ক্ষান্ত হয় নাই বরং উহার মূল উৎসে পৌঁছে। কুরআন অনুযায়ী প্রত্যেক ভাল বা মন্দ নিশ্চিত এক মূল উৎস হইতে উৎসারিত হয়। সদ্‌গুণের ব্যাপারে উহাকে নিয়ন্ত্রণ করা এবং সম্পূর্ণ আয়ত্তে রাখা সমীচীন বলিয়া কুরআন নির্দেশ প্রদান করে এবং মন্দ বিষয়ে কুরআনের লক্ষ্য হইল ইহাকে সমূলে উৎপাটন করা ও সম্পূর্ণ ধ্বংস করা এবং এইভাবে ইহার সকল প্রবেশ পথ বন্ধ করিয়া দেওয়া। যেহেতু চক্ষুর মাধ্যমে সর্বাধিক মাত্রায় কুচিন্তা মনের মধ্যে প্রবেশ করিয়া থাকে সেইজন্য তফ্‌সীরাধীন আয়াতে মো’মেন পুরুষ এবং মো’মেন নারীকে নিজেদের দৃষ্টিকে সংযত রাখিতে আদেশ করা হইয়াছে যখন তাহাদের পরস্পরের সাক্ষাৎ ঘটে।