২০৩৫

ইসলামের দৃষ্টিতে মিথ্যা অভিযোগের রটনা এবং অপপ্রচার সতীত্বের বিরুদ্ধে অসৎ কর্মের সমতুল্য জঘন্য অপরাধ। ইসলাম উভয় অপরাধের জন্য নিন্দা করিয়াছে এবং শাস্তির ব্যবস্থা দিয়াছে। কুৎসা রটনার জন্য কঠোরতর দণ্ডবিধান রহিয়াছে। কারণ ইহা আকস্মিক যৌন-ব্যভিচার অপেক্ষা যৌন-অসততার ব্যাপকতা ছড়ায় এবং সংশ্লিষ্ট সমাজে অধিকতর শোচনীয় পরিণতি সৃষ্টির কারণ হইয়া থাকে। কুৎসা রটনা যদি কোন সমাজে অবাধে প্রশ্রয় লাভ করে তাহা হইলে আতংক ও ঘৃণা সহকারে ইহা পরিহার করার সকল অনুভূতি লোপ পাইবে, ফলে সমাজে নৈতিক অবক্ষয় লাগামহীন হইয়া যাইবে এবং সেই জাতিতে ভবিষ্যৎ সম্বন্ধে হতাশা বিরাজ করিবে, এই কারণে সমস্ত ভিত্তি নড়বড়ে হইয়া পড়িবে।